প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ
শেরপুরে উপ-নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার মোনালিসা বেগম

শেরপুর জেলার শেরপুর সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডে তিনটি ভোট কেন্দ্রের উপ-নির্বাচনে ভোট কেন্দ্র সমূহে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন শেরপুরের সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
তিনি ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন উপ-নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিলেন। ভোট কেন্দ্রভিত্তিক পুলিশ, আনসার।ও পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন ছিলেন।
ভোট কেন্দ্র পরিদর্শন কালে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান,
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী সহ
শেরপুর জেলা পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.