ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।
শনিবার ( ৯ মার্চ) সন্ধায় সিআইডির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনার সময় মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ছিলেন তিনি। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ডিআই/এসকে