
নেত্রকোণার মদনে ৩নং মদন ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ সোহেল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের মোঃ গিয়াস উদ্দিন। এছাড়াও মোরগ প্রতীক নিয়ে মোঃ আলীনুর মিয়া ও টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ নূরুল হক নির্বাচনে অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ হামিদ ইকবাল জানান, গত বছর (২০২৩) ইউপি সদস্য (মেম্বার) মোঃ সাইফুল মিয়া’র মৃত্যুতে মদন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়। তারই ধারাবাহিকতায় ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (৯ মার্চ) উক্ত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তালা প্রতীক নিয়ে মোঃ সোহেন মিয়া ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন।