ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সম্মিলিত সামাজিক আন্দোলনের কক্সবাজার জেলা কমিটি গঠন কমিটি

ডেস্ক রিপোর্ট :
সম্মিলিত সামাজিক আন্দোলনের কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। শামসুল আলম কেলু সভাপতি,শহিদুল ইসলাম নির্বাহী সভাপতি,জাহেদ উল্লাহ সহসভাপতি, কাজী তামজিদ রিজুয়ান পাশাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা শাখা ও ২১ সদস্য বিশিষ্ট শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (৮ মার্চ) বিকাল চারটায় শহরের বার্মিজ মার্কেট কক্স ডাইনে অনুষ্ঠিত সম্মিলিত সামাজিক আন্দোলন কক্সবাজার জেলা শাখার বিশেষ প্রতিনিধি সভা শেষে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় সাধারন সম্পাদক সালেহ আহমেদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা।

কমিটি গঠনের আগে সন্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক সালেহ আহমেদ বলেন, মানুষ কষ্টে আছে এই বিষয়টি রাষ্ট্র ও সরকারকে বুঝতে হবে, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে মানুষ আয় ও ব্যয়ের সাথে কোনপ্রকার সংহতি নেই।

বাজার ব্যবস্থা সিন্ডিকেট নিয়ন্ত্রিত হয়ে পড়ছে। সরকারের মধ্যে একটা অসাধু চক্র এই সূযোগে লাভবান হচ্ছে, এই অসাধু চক্রদের কোন রাজনীতি দল নেই। এরা সবসময়ই ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে,এরা দেশও মাবতার শত্রু এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের কাছে আমাদের আহবান থাকবে।

আমরা মনে করি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল পর্যায়ে দুর্নীতি, মজুতদারি ও লুটপাট বন্ধ করার যে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছেন তা অবিলম্বে কার্যকর করবে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি কল্পে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারন করে কর্ম সংস্থান বাড়াতে হবে।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় কক্সবাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম কেলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী তামজিদ রিজুয়ান পাশা,র সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, আমাদের মহান সংবিধানে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথা সুস্পষ্ট বলা আছে। এই দেশটি সকল ধর্ম,বর্ন, গোষ্ঠীর জন্য নিরাপদ সহ-অবস্থানের আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হবে।

এখানে নারী, শিশু,আদিবাসী,মুসলিম, বৌদ্ধ খৃষ্টান সকলের। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য মুক্ত স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজকে আজকে অগ্রসর করে মানবিক সমাজ গড়তে আমদের কঠোর অনুশীলন করে এগিয়ে যেতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলনের দায়বদ্ধতা দেশে মাটিও মানুষের জন্য, আসুন সকলে এই কাজে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলি।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, কক্সবাজার জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কক্সবাজার সোসাইটির সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলন কক্সবাজার জেলার সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার ও মানবিক ব্যাক্তিত্ব রোকন উদ্দীন আল মামুন।
স্বাগত বক্তব্য রাখের সংগঠনের কেন্দ্রীয় সদস্য, সাবেক প্যানেল চেয়ারম্যান সিরাজুল হক।

শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের জেলার নির্বাহী সভাপতি শহিদুল ইসলাম।

এ সময় সংগঠন বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা শাখা ও ২১ সদস্য বিশিষ্ট শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

জেলা কমিটিতে সভাপতি হিসেবে শামসুল আলম কেলু, নির্বাহী সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি জাহেদ উল্লাহ, সরওয়ার কামাল, সাংবাদিক জসিম উদ্দিন, ইসহাক হোসাইন, সাধারণ সম্পাদক কাজী তামজিদ রিজুয়ান পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে লুৎফুর রহমান সিকদার, মনোয়ারা মনি, সাংগঠনিক সম্পাদক রাজিব দেব দাস,অর্থ সম্পাদক আবু ইউসুফ, আইন ও মানবাধিকার সম্পাদক এড. উজ্জ্বল কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ সাইফুল আবির,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবছার উদ্দিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক বাঁধন সম্পাদক, কৃষি ও যুব বিষয়ক সম্পাদক ক্যাছেন লাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিথুন দাশ,দপ্তর সম্পাদক প্রশান্ত মিত্র, সদস্য যথাক্রমে অধ্যক্ষ অজিত দাশ,সঞ্জিত ধর, গোলাম আরিফ লিটন, আব্দুল্লাহ আল মামুন, জনি ধর, করিম উল্লাহ, সুজন দাশ, ইব্রাহিম পিয়ারু,নুরুল আমিন,রফিকুল ইসলাম বাবর, মং ম্যাউ নাই, মং ফ্রু রি।

শহর কমিটিতে সভাপতি হিসেবে সুজন দাশ, সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম পিয়ারু সহ ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ