
“নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহিরা বিষযক কর্মকর্তার আয়োজনে‘ আশুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মার্চ)সকালে আশুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসে এসে শেষ হয়। র্যালি শেষে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জস উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) কাজী তাহমিনা শারমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক,তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার,বীর মুক্তিযোদ্ধা করিম মিয়া, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী এবং লিমা সুলতানা। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী গোলাম মারুফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরিফুজ্জামান।