
নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো নারী পুলিশ সদস্যদের ২ মাসব্যাপী স্কুটি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার (৮মার্চ) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সে দিবসটির উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে মাঠে নারী পুলিশ সদস্যদের দুই মাসব্যাপী স্কুটি প্রশিক্ষণ উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর।
এ প্রশিক্ষণে ১২জন নারী প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কারিগরিভাবে প্রশিক্ষণ প্রদান করবেন।
খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের জন্য স্কুটি প্রশিক্ষণের উদ্যোগে প্রশিক্ষণার্থীরা পুলিশ সুপার মুক্তা ধর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম,সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ইতিহাসের শুরু থেকেই নারীরা সমাজের সকল ক্ষেত্রে তাদের অবদান রেখে আসছে। পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের স্থায়িত্বে তাদের ভূমিকা অনস্বীকার্য। পুরুষের সমান অধিকার, সমান সুযোগ,এবং সমান মর্যাদা এগুলো নারীদের জন্মগত অধিকার। কিন্তু আজও তাদের পথে বহু বাধা। পুরুষতন্ত্র, সামাজিক রীতিনীতি, এবং বৈষম্য তাদের অগ্রগতিকে বারবার ব্যাহত করে। নারীর ক্ষমতায়ন সমাজের সমাজের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। নারী যখন স্বাবলম্বী হবে, তখনই সমাজের অগ্রগতি সম্ভব।
ডিআই/এসকে