
রূপসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মেডিকেল অফিসার ডাঃ উৎপলা বিশ্বাস। রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজসেবা কর্মকতা জেসিয়া জামান,পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম, এএসআই লিপি খানম,নারী উদ্যোক্তা জেসমিন আক্তার। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ এবং কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়।