
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় একইদিন শিশুসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) যাত্রাবাড়ী, উত্তরখান ও কামরাঙ্গীরচরে দুর্ঘটনাগুলো ঘটেছে।
সকালে ওয়ারীর বাসা থেকে বের হয়েছিলেন ষাটোর্ধ্ব মতিউর রহমান। মেয়েকে কথা দিয়েছিলেন, রোজা উপলক্ষে বাজার করে ফিরবেন বাসায়। তবে সায়দাবাদ জনপদ মোড়ে বেপরোয়া বাসের চাপায় সড়কেই লাশ হলেন তিনি।
সকালে উত্তরা থেকে কাজ শেষ করে গাজীপুরের বাসায় ফিরছিলেন আলী হোসেন। পথে উত্তরখানে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান তিনিও।
আর রাজধানীর কামরাঙ্গীরচর পূর্ব রসূলবাগ বাসার সামনের গলিতে খেলছিল সাত বছরের ইয়াসিন। বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয় তার। সে মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
এদিকে মরদেহ চারটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। দুর্ঘটনাগুলোতে অপমৃত্যু মামলা হয়েছে।