প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ
কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আলমগীর হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা থেকে,
"নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা লেডিসক্লবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, দি-হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি রাসেল আহমেদ, ওয়াল্ড ভিশনের প্রতিনিধি গোলাম দস্তাগীর, প্রমুখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.