
দিনাজপুরের বিরামপুর খানকায়ে মুজাদ্দেদীয়া বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুর মামুনাবাদ খানকা শরিফের মাঠে আজ শুক্রারবার ৮ মার্চ ২০২৪ দুপুর ২ থেকে রাত ১২টা পর্যন্ত বাৎসরিক এক মহতি জলসার আয়োজন করা হয়েছে৷ সভাপতিত্ব করেন ইনজিয়ার মাওলানা মোহাম্মদ সামিম আকতার। ওয়াজ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত আন্তর্জাতিক ওলামায়ে কেরামগন।
উক্ত ওয়াজ মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ,সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ উপস্থিতি ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত খাস মোজাদ্দেদিয়া তরিকার ভক্ত ও মুসল্লী বৃন্দ৷