
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার(০৭ মার্চ) কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো.তৌহিদুর রহমান (সি আই পি)মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল’র চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল’র সচিব শ্যামল চন্দ্র কর্মকার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে মূল ধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনের অনুরোধ জানান।