
রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন।
৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ পৌরসভার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, কার্যকরী কমিটির সদস্য ও পৌর কাউন্সলর হাচেন আলী, সহকারি প্রকৌশলী লিটন মিয়া, হিসাবরক্ষক মকলেছুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহিদের স্মরণে এবং দেশ, জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।