
ডেস্ক রিপোর্ট:
মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এ সময় ফ্যাক্টরিতে থাকা তিনজন অগ্নিদগ্ধ হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার পর মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সিগঞ্জ সড়কে একতলা টিন সেটের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটায় তিন জন আহত হয়। এবং আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আশেপাশে কোনো আবাসন না থাকায় বেশিদূর আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।