
ডেস্ক রিপোর্ট:
মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. মিতুল(২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বানিয়াজুরী-ঘিওর আঞ্চলিক সড়কের জাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতুল উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর গ্রামের মো. বজলুল রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির পথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে উপজেলার কাকজোর থেকে মোটরাসাইকেলে করে দুই বন্ধু ঘুরতে বের হন। পথিমধ্যে তার মোটরসাইকেলটি জাবরা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথা থেঁতলে যায়। স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী তার বন্ধু ফাহিম আহম্মেদ (২০) দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কলেজছাত্র মিতুলের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।