ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

পটুয়াখালী পৌর নির্বাচনে অভিনব উপায়ে কেনা হচ্ছে ভোট

ডেস্ক রিপোর্ট:
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী পৌরসভা নির্বাচন। শত বছরের পুরনো এই পৌরসভাটিতে পুরুষ ভোটারের সংখ্যা ২৩,৯৪৭ জন, নারী ভোটার ২৬,৭৫০ জন, এছাড়াও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

মোট ৫০, ৬৯৯ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৫ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জনসহ মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনের তফসিল ঘোষণার বেশ কয়েক মাস আগে থেকেই প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন। তবে গত ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামে প্রার্থীরা। আর এই প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করে চলে প্রচারণা। এর পাশাপাশি লিফলেট নিয়ে ঘরে ঘরে প্রচারণায় নেমেছে প্রায় পনেরো হাজার নারী- পুরুষ। সংখ্যাটা এর থেকে কয়েক গুণ বেশিও হতে পারে।

পটুয়াখালী পৌর এলাকার ভোটার রিয়াজ বলেন, দুপুরের সময় একটু শুয়ে থাকতে পারি না। কিছুক্ষণ পর পরই মহিলারা এসে দরজায় নক করে। ওর জন্য দোয়া করবেন, একে ভোট দিবেন। আর ভালো লাগে না।

মুন্সেফ পাড়া এলাকার খাদিজা বেগম জানান, তিনি এখন গেটে তালা দিয়ে রাখেন নির্বাচনি প্রচারণা থেকে একটু শান্তিতে থাকার জন্য।

পটুয়াখালী পৌর এলাকার ভোটার মো. আনিস খান বলেন, আমি বিরক্ত হয়ে যাই দরজার কলিং বেলের সাউন্ডে। আমার জীবনে ক্যাম্পিংয়ে এত মানুষ কখনও দেখিনি।

কলাতলার বাসিন্দা পারভীন আক্তার বলেন, তার বাবার বাড়ির গেটে পোস্টার টানিয়ে দিয়েছেন। আর পোস্টারে লিখেছেন, এখানের কেউ পৌরসভার ভোটার নয়।

পটুয়াখালী সদরের ভোটার অপু বলেন, পৌরসভা নির্বাচন এর আগেও অনেক হয়েছে। কিন্তু এবারের পৌর নির্বাচনের মত ক্যাম্পিং আমার বাপের জন্মেও দেখি নাই। এবার এতো মহিলারা ক্যাম্পিংয়ে নামছে যে তাদের জন্যে রাস্তায় ঠিকমতো হাঁটতেও পারি না।

এদিকে নির্বাচন ক্যাম্পিংয়ে কাজ করা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রতিদিন প্রচারণার জন্য প্রত্যেকে পেয়ে থাকেন তিন থেকে পাঁচশ টাকা করে।

প্রতি মেয়র প্রার্থী প্রত্যেকদিন প্রতি ওয়ার্ডে গড়ে ৩০ জন মানুষকে প্রচারণায় পাঠালে একজন প্রার্থীর ৯টি ওয়ার্ডে লোক সংখ্যা দাঁড়ায় গিয়ে ২৭০ জনে। সে হিসেবে পাঁচ মেয়র প্রার্থীর প্রচারণার লোক সংখ্যা হয় ১৩৫০ জন। এছাড়াও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর আরও ৫৬ প্রার্থীতো আছেই। সেই সংখ্যাটা মিলিয়ে নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত হচ্ছে অন্তত ১৫ থেকে ২০ হাজার মানুষ। প্রকৃত সংখ্যাটা এই সংখ্যার থেকে অনেকটাই বেশি হতে পারে।

১৫ হাজার মানুষ প্রতিদিন ৩০০ টাকা পেলে মোট প্রতিদিনের নির্বাচন প্রচারণায় প্রার্থীদের মোট খরচ হচ্ছে ৪৫ লাখ টাকা। যা ১২ দিনে গিয়ে দাঁড়ায় ৫ কোটি ৪০ লাখ টাকায়।

এক মেয়র প্রার্থীর প্রতিদিনের লিফলেট বিতরণ করার খরচ প্রায় লক্ষাধিক টাকা। তবে প্রকৃত অংকটা সবার ধারণার বাইরে।

ভোটের মাঠে টাকা দিয়ে ভোট কিনতে যাওয়া এখন একটি সাধারণ ঘটনা। ভোট কেনার ধরন পরিবর্তন হয়েছে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে। রাতের আধাঁরে টাকা নিয়ে ভোট কিনতে যাওয়ার সেই পুরাতন পদ্ধতির অবসান হয়েছে এই নির্বাচনে। নতুন পদ্ধতিতে কেনা হচ্ছে ভোট। আর সেই পদ্ধতিটার নাম হচ্ছে ক্যাম্পিং। এই পদ্ধতিতে এগোচ্ছে পটুয়াখালী পৌর নির্বাচন। প্রার্থীরা সুকৌশলে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াচ্ছে নিজেদের প্রচারণার নামে ভোট কেনার খেলা। আর এই খেলায় বিরক্ত সাধারণ মানুষ। তবে নির্বাচন কমিশন এসব দেখেও দেখছে না এমন অনিয়ম।

নির্বাচন কমিশনের তথ্য মতে নির্বাচনি কাজে মেয়র প্রার্থীরা ব্যক্তিগত ও প্রচারে ব্যয় করতে পারবেন ৪ লাখ ৩০ হাজার টাকা। কাউন্সিলর প্রার্থীরা ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডের ভোটার সংখ্যার উপরে ভিন্ন ভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা খরচ বা ব্যয় করতে পারবেন।

তবে নির্বাচনি খরচ এখন পর্যন্ত কোন প্রার্থী কতটা করেছেন সেটার সঠিক তথ্য নেই নির্বাচন কমিশনের কাছে। আর সরকারিভাবে নির্ধারিত ব্যয়ে কয়েক গুণ ব্যয় ইতোমধ্যে করে ফেলেছেন প্রার্থীরা।

তবে এর কতটা খোঁজ আছে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কমিশনার খান আবি শাহানুর খান জানান, নির্বাচনের পরে গেজেট হয়। গেজেটের এক মাস পরে নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা পেলে তখন জানা যাবে কে কতো খরচ করেছে।

নির্বাচন চলাকালীন অবস্থায় কে কত খরচ করছে। বা ভোটারদের আকর্ষণ করতে নির্বাচনি সময়ে প্রার্থীরা অর্থের কতটা দাপট ব্যাবহার করছে এ বিষয়ে কোনো তথ্য নেই নির্বাচন কমিশনের কাছে। বা এই বিষয়ে কোনো ব্যাবস্থা গ্রহণ করার কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত।

শেয়ার করুনঃ