দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে বিদ্যুতের আগুনে পুড়ে ১টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।বুধবার (৬ র্মাচ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিরামপুর নতুন বাজার মন্দির মার্কেটের পাশে আবু ভ্যারাইটি ষ্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মার্কেট মালিক রিতু ইসলাম বলেন, রাতে বাজারের কয়েকটি ছেলে দোকানে আগুন দেখতে পান। পরে আমাকে বাসা থেকে ডাক দেন। তবে মাঝে মাঝে বাসা থেকে হঠাৎ বেশ কয়েক বার বিকট একটা শব্দ শুনে এসে দেখি। ভ্যারাইটি দোকান ব্যবসায়ী আবু হোসেনের দোকানের ভিতর আগুন দেখতে পান। আগুনের বিষয়টি মুঠোফোনে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের জানান।প্রথমদিকে বাজারের ব্যবসায়ী ও আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
দোকান মালিক আবু হোসেন জানান, তিনি বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১২টার দিকে তার দোকানে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও তার প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।আগুন লাগার খবর পেয়ে বিরামপুর ও নবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিরামপুর ফায়ার স্টেশনের মাস্টার জনাব আব্দুল আজিজ জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। আগুনে পুড়ে ব্যবসায়ীর প্রায় ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেন তিনি।