
নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (০৬ মার্চ) সকালে অভিযান পরিচালনা করে গাঁজাসহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো,মো.ইউসুফ (৩৬), চাটখিল উপজেলার ০৭ নং হাঁটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর ১ নং ওয়ার্ডের ইউসুফের নতুন বাড়ির মমিন উল্লার ছেলে।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলামের নেতৃত্বে সকালে ইউসুফের নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৮ কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক মাদক কারবারি ইউসুফকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ,চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ইউসুফ দীর্ঘদিন থেকে এলাকায় রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত বিধায় ভয়ে কেউ তাকে বাধা দেওয়ার সাহস করে না।
গ্রেফতারকৃত বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহতভাবে চলবে।
ডিআই/এসকে