শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
৭মার্চ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো; ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে এ ফুলেল শ্রদ্ধা ও পতাকা উত্তোলন করা হয়। শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় মো; ছানুয়ার হোসেন ছানুর নিজস্ব কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন,অ্যাডভোকেট মোকাদ্দাস ফেরদৌসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হাসান উৎপল, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, খোরশেদ, মাসুদ, ডাঃ আব্দুস ছালাম, একরাম সেরনিয়াবাত, বাবু, হযরত, হাশেম, সাবদুল, হাফেজ নূরুল মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।