
ফরিদপুরে নানা আয়োজন মধ্যে দিয়ে
জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের লাবলু মিয়া সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সংরক্ষিত মহিলা আসনের নব নির্বাচিত এমপি মিসেস ঝর্না হাসান,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরা।