
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির উদ্দিন আহমেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বর্ষপূর্তি উদযাপন অনুষ্টানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহমেদ।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জন।
আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুর সঞ্চালনায অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,বিডি টাইমস নিউজের জেলা প্রতিনিধি ও দৈনিক দেশকাল পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি জহির সিকদার, স্বদেশ প্রতিদিনের আশুগঞ্জ প্রতিনিধি বাবুল সিকদার,ভোরের কাগজের আশুগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান,মাই টিভির আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক,ফোকাস বাংলার জেলা প্রতিনিধি লোকমান হোসেন,অনলাইন বার্তা বাজার প্রতিনিধি সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বর্ষপূর্তি উদযাপন অনুষ্টানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সকলে কেক কাটেন এবং তা সকলের মাঝে মিষ্টিমুখ হিসেবে বিতরন করেন।