
ডেস্ক রিপোর্ট:
বিগতবছর ধরে নারী দিবসে নানা আয়োজন করে আসছে বৈশাখী টেলিভিশন। সেই ধারাবাহিকতায় এবার বৈশাখী টিভি পর্দায় আয়োজনের পাশাপাশি নিজস্ব কার্যালয়েও থাকবে বিশেষ আয়োজন। থাকবে নারী স্টাফদের মাঝে উপহার সামগ্রী বিতরণসহ সারাদিন নানা আয়োজন। বিকেলে কেক কাটার মাধ্যমে শুরু হবে নারী দিবসের আনুষ্ঠানিকতা।
বৈশাখী টেলিভিশনের পর্দার আয়োজনের মধ্যে থাকছে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখীর সকালের গানে অংশ নেবেন অনিমা মুক্তি, ঝিলিক, লিজা, পুতুল, নন্দিতা, লুইপা, চম্পা বনিক, দিঠি আনোয়ার, ইয়াসমিন লাবন্য।
সকাল ৯টা ১০ মিনিটে আলমগীর রাসেলের প্রযোজনায় পুরনো দিনের সিনেমার গান নিয়ে প্রচার হবে মিউজিক অ্যালবাম। সকাল ১০টায় নারী দিবসের ধর্মীয় অনুষ্ঠান-ইসলাম ও সমাধান। দুপুর ১২.৪৫ মিনিটে প্রচার হবে নারী দিবসের বিশেষ নাটক বিরতিহীন নারী। অভিনয় করেছেন- নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলী আহসান, পিয়া প্রমুখ। রাত ১০টায় রয়েছে বিশেষ নাটক ‘বিয়ে বাড়ির আবদার। অভিনয় করেছেন-রাশেদ সীমান্ত, অহনা রহমান, রকি খান, রেশমা আহমেদ প্রমুখ। গল্প আহসান আলমগীর, পরিচালনা জিয়াউদ্দিন আলম।
লিটু সোলায়মানের প্রযোজনায় রাত ৮টা ৩০ মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখী ফোক অনুষ্ঠানে অংশ নেবেন খায়রুল ওয়াসী ও মুনিয়া মুন।
দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ৩টি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘হাছন রাজা’। অভিনয়ে- হেলাল খান, শমী কায়সার, ববিতা প্রমুখ। দুপুর ২.৩০ মিনিটে রয়েছে ‘খায়রুন সুন্দরী’। ফেরদৌস, মৌসুমী, দিলদার, এটিএম শামসুজ্জামান প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘লাভ ইন সিমলা’। অভিনয়ে- আলমগীর, কবরী, মিনু রহমান, মিনারা জামান, মেহফুজ প্রমুখ।
দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ৩টি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘হাছন রাজা’। অভিনয়ে- হেলাল খান, শমী কায়সার, ববিতা প্রমুখ। দুপুর ২.৩০ মিনিটে রয়েছে ‘খায়রুন সুন্দরী’। ফেরদৌস, মৌসুমী, দিলদার, এটিএম শামসুজ্জামান প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘লাভ ইন সিমলা’। অভিনয়ে- আলমগীর, কবরী, মিনু রহমান, মিনারা জামান, মেহফুজ প্রমুখ।