
ডেস্ক রিপোর্ট: চাল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী তৎপরতা বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গণসংহতি আন্দোলন।
বুধবার (৬মার্চ) সকাল ১১ টায় নগরীর প্রান কেন্দ্র সদর রোডে প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিন করে অনামিলেনস্থ দলীয় কার্যলয় গিয়ে শেষ হয়।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সম্পাদক মন্ডলীর সদস্য ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারন সম্পাদক রাইদুল ইসলাম সজিব ও সদস্য জয়নাল চিস্তিসহ প্রমুখ।
গণসংহতি অন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীর বিভিন্নস্থানের গৃহবধু মহিলা সদস্যরা প্রতিবাদ সভা ও মিছিলে অংশ গ্রহন করে।