ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ০১ (এক) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আনুমানিক ০১:৩৫ ঘটিকায় সময় ঢাকা-সিলেট মহাসড়কের সাফকো সিএনজি পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৩০) টাঙ্গাইল জেলার কালিহাতি থানার নরদহি চরপাড়া এলাকার বাসিন্দা।
ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া নামক স্থানে বাসের জন্য অপেক্ষামান একজন যাত্রী মাদক বহন করছে এমন গোপন সংবাদে ভিত্তিতে গ্রেফতার অভিযান পরিচালনা করে খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই (নিঃ) মোঃ হাছন আলি। তিনি সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের জন্য অপেক্ষামান যাত্রীকে আটক করেন।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।