
নোয়াখালী হাতিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।
৬ মার্চ (রোজ বুধবার) সকাল ৯টার দিকে নোয়াখালী ফেনী এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উক্ত আসামী কে গ্ৰেফতার করে হাতিয়া থানার এএসআই শরিফুল ইসলাম ও এএসআই রিমন ভূঁইয়ার একটি বিশেষ ফোর্স।
গ্ৰেফতার কৃত আসামি মোঃ হেলাল উদ্দিন (৪৫) বুড়িরচর ইউনিয়নের মধ্যে জোড়খালী গ্ৰামের বাসিন্দা মোঃ আমান উল্লাহর ছেলে।হাতিয়া থানার ওসি মোঃ জিসান আহমেদ জানান,সে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-A ধারা মোতাবেক ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত একজন আসামী।