
আজ বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসন এর আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর ও ক্যাব ফরিদপুর জেলা শাখার সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর এর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: ইয়াছিন কবীর এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল,ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো:আবদুর রাজ্জাক মোল্লা, চেম্বার অপ কর্মাসের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ফরিদপুর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা পুলিশের টি আই তুহিন লস্কর, এন জিও প্রতিনিধি আসমা আক্তার মুক্তা,ক্যাব ফরিপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ,রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা খন্দকার শামসুল আলম,রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক ওয়ালি নেয়াজ বাবু,মোঃ মাহফুজুর রহমান বিপ্লব সহ আরো অনেকে।সভায় দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় সহনীয় রাখার লক্ষে ও নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ, পণ্যেরমূল্য স্থিতিশীল রাখতে আমাদের করণীয়, বাজারমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন-ফরিদপুর কর্তৃক গৃহীত ব্যবস্থা সমূহ এবং জেলার বর্তমান বাজার পরিস্থিতি বিষয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সভায় ক্যাব ফরিদপুর জেলা শাখা বাজার সহনীয় রাখতে ৮ টি সুপারিশ পেশ করেন।