
ব্রাহ্মণবাড়িয়ায় আজ ৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার,24 news জেলা প্রতিনিধি,রিয়াজউদ্দিন জামির প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের ৬ মার্চ রাত সোয়া ১১টার দিকে তিনি ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ ছয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, ভাইবোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এ দিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে প্রয়াত জামির রুহের মাগফিরাত কামনা করে কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মেধাবী ও সাহসী সাংবাদিক জামি ১৯৭৪ সালের ৩০ জুন ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অধ্যাপক আব্দুস সাহিদ ও মা ফাতেমা বেগম। তাঁদের তিন ছেলে ও ছয় মেয়ের সবাই উচ্চশিক্ষিত এবং নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।