
ডেস্ক রিপোর্ট :
বরিশাল সদর উপজেলার কড়াইতলা নদী দিয়ে খেয়া পার হয় চারটি ইউনিয়নের কয়েক হাজার এলাকাবাসী।তাদের পারাপারের মাধ্যম ছোট্ট নৌকা। এই ছোট্ট নৌকায় পারাপারে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া, চরমোনাই ও মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এবং চর গোপালপুর ইউনিয়নের বাসিন্দাদের এমন দুর্ভোগ স্বাধীনতার আগে থেকে চললেও দীর্ঘ এখানে কোন সেতু হয়নি । গত বছর স্থানীয় সামছুল আলম মাষ্টারের উদ্যোগে নির্মাণ করা হয় একটি কাছের ব্রিজ। যার নাম দেয়া হয় মাষ্টার ব্রিজ, বর্তমানে সেটির অবস্থাও নড়বড়ে।
তাই স্থায়ী একটি সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাষ্টার ব্রিজে মাননববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম সোহাগ, সংরক্ষিত নারী সদস্য হিরন বেগম, সমাজসেবক সামছুল আলম মাষ্টারসহ বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ অংশ নেয়। এসময় তারা তাদের দীর্ঘ বছরের ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের কাছে একটি সেতু নির্মাণের দাবি জানান।
ইউপি সদস্য তরিকুল ইসলাম সোহাগ বলেন, আমরা অবহেলিত অঞ্চলে বসবাস করি, আমাদের চার ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র চলাচলের মাধ্যম এই নদীপথ। বর্ষাকালে আমাদের অবস্থা শোচনীয় হয়ে যায়, মা-বোনেরা এবং স্কুলের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। আমরা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির কাছে জোর দাবি জানাচ্ছি এখানে একটি সেতু নির্মাণের জন্য।
টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান বলেন, এখানে একটি সেতু নির্মাণ করা এখন খুবই জরুরী। সেতুটি সাহেবের হাটের দিকে মুখ করে হলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরও চার ইউনিয়নের সাধারন মানুষের বেশি উপকার হয় এমন একটি স্থানে দ্রুত সেতুটি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।