প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা দুই জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিল্লাহুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের মুহাম্মাদ শেখের ছেলে ইমরান শেখ (২৯) ও জিয়াউর রহমান শেখের ছেলে নাইম শেখ (২৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে মোটরসাইকেলে করে চাচা ইমরান শেখ ও ভাতিজা নাইম শেখ ঢাকা যাচ্ছিলেন। পথে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার রুপাপাত ইউনিয়নের বিল্লাহুড়ি এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।সম্পর্কে তারা চাচা-ভাতিজা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.