লক্ষ্মীপুরের রামগতিতে নবাগত ইউএনও সৈয়দ আমজাদ হোসেন যোগদান করেছেন। বৃহস্পতিবার প্রথম কর্মদিবসের মধ্য দিয়ে তিনি অফিস কার্যক্রম পরিচালনা করেন। এর আগে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মরত ছিলেন।
নতুন কর্মস্থলে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলা-ইউনিয়ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাণ্য ব্যক্তিবর্গরা ফুলেল শুভেচ্ছা জানান ওই কর্মকর্তাকে। ইউএনও সৈয়দ আমজাদ হোসেন জানান, আমি সরকারের একজন প্রতিনিধি বা কর্মকর্তা হিসেবে উপজেলায় যোগদান করেছি। সরকারী সম্পদ রক্ষা ও সরকারি রুলস মেনে সকল ধরণের কাজ করাই আমার একমাত্র কাজ। এক্ষেত্রে সকলের সহযোগগিতা কামনা করছেন তিনি।