
যশোরের শার্শায় চোরাই মোবাইল ফোনসহ ২ চোরা কারবারিকে আটক করেছে জেলা গোযেন্দা পুলিশ।
ইং৪ মার্চ ডিবি যশোরের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই মোঃ আমিরুল ইসলাম, এএসআই শেখ কামরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে
এসময় যশোর শার্শা থানার নাভারন বাজারের কাজিরবেড় মোড়ে আফজাল সুপার মার্কেটের ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান হতে ৮ টি এবং একই তারিখে যশোর শার্শা থানার নাভারন ব্যাংক মার্কেটের প্রাইম টেলিকম এন্ড ইলেকট্রনিক্স নামক মোবাইলের দোকান হতে ২৬ টি চোরাই মোবাইলসহ ঝিকরগাছা থানার করিমালি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন(৩৭), ও শার্শা থানার উত্তর বুরুজ বাগান গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ রাহাত আল মুবিন সিয়াম (২০) কে গ্রেফতার করেন।
এ বিষয়ে এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।