ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা
কচ্ছপিয়া বিএনপি কর্তৃক এমপি কাজলের পক্ষে এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

সর্বোচ্চ মর্যাদার ‘বাংলাদেশ আনসার পদক’ পাওয়ায় মইনুলকে শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট:
সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য ৮ ক্যাটাগরিতে পদক পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮০ জন সদস্য। এর মধ্যে ‘বাংলাদেশ আনসার পদক’ পেয়েছেন শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক তুলে দিয়েছেন। বাংলাদেশ আনসার পদক পাওয়ায় মইনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুরে কর্মরত আনসারের কর্মকর্তারা।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ মর্যাদার পদক ‘বাংলাদেশ আনসার পদক’। গত ১২ ফেব্রুয়ারি মো. মইনুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাহিনীটির সর্বোচ্চ সম্মানজনক এই পদক গ্রহণ করেছেন।
জানা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার ৩০ তম ব্যাচে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীতে যোগদান করেন চাঁদুপর জেলার মো. মইনুল ইসলাম। যোগদানের পর থেকে কর্তৃপক্ষের আদেশে বিভিন্ন ব্যাটালিয়ন, জেলা, সদর দপ্তর ও র‌্যাব ফোর্সের অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে পালন করেছেন তিনি। এসব দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক আভিযানিক, আর্থ সামাজিক উন্নয়নমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পিস্তল উদ্ধারে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে প্রশংসিত হন মইনুল ইসলাম। একই বছর তিনি প্রায় দেড় কোটি টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধারে ভূমিকা রাখেন।
এসবের পুরস্কার হিসেবে তিনি ২০১৫ সালেই সাহসিকতার জন্য ‘প্রেসিডেন্ট আনসার পদক’ লাভ করেন। বিচক্ষণ কর্মকর্তা মো. মইনুল ইসলাম তার এসব কাজের ধারাবাহিকতা বজায় রাখায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাহিনীটির সর্বোচ্চ মর্যাদার পদক ‘বাংলাদেশ আনসার পদক’ লাভ করেন।
মইনুল ইসলাম বাংলাদেশ আনসার পদক পেয়েছে, এমন খবর ছড়িয়ে পড়লে শরীয়তপুরে বাহিনীর সকল কর্মকর্তাসহ প্রত্যেক সদস্যরা আনন্দে উচ্ছসিত হয়ে পড়েন। বাহিনীর প্রয়োজনে মইনুল ইসলাম ঢাকা ও বিদেশে অবস্থান করেছিলেন। তিনি শরীয়তপুরে আসলে আনন্দে উচ্ছসিত হয়ে বাহিনীর কর্মকর্তারা মইনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কেটে আনন্দ উৎসব করেছেন।
বিষয়টি নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলার সহকারী কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন, যেকোনো পেশায় একজন ব্যক্তির ইচ্ছে থাকে সর্বোচ্চ সম্মান অর্জন করার। আমাদের প্রিয় স্যার, বাংলাদেশ আনসার পদক পেয়ে সেই সম্মান অর্জন করেছেন। আমি তার সহকারী কমান্ড্যান্ট হিসেবে বিষয়টি আমার জন্যও গর্বের। স্যারের থেকে আমরা সাহসিকতা ও সততা শিখে একদিন এমন সম্মান অর্জন করব ইনশাআল্লাহ। স্যার বাংলাদেশ আনসার পদক পাওয়ায় জেলার অন্যান্য কর্মকর্তাসহ প্রত্যেক সদস্য আনন্দিত, উচ্ছসিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কেটে আনন্দ উপযাপন করেছি।
‘বাংলাদেশ আনসার পদক’ পাওয়ার অনুভূতি জানতে চাইলে মো. মইনুল ইসলাম বলেন, আমার জীবনের সর্বোচ্চ পাওয়া এটা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের মহাপরিচালক একেএম আমিনুল হক স্যারকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাই আমি। আমাকে যে সম্মান জানিয়েছেন তারা, সেই সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যেসকল সদস্য ও শুভকাঙ্খি আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।
মইনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কেটে আনন্দ উদযাপনের সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আনসার বাহিনীর সহকারী কমান্ড্যান্ট ফারুক ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়া, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা প্রশিক্ষিকা আনোয়ারা আক্তার প্রমুখ।

শেয়ার করুনঃ