
লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জনসভা শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এউপলক্ষে দলটির কমলনগর উপজেলা শাখার আয়োজনে বুধবার হাজিরহাট বাজারে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় দলটির উপজেলা সভাপতি মুফতী শরীফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরাফ উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মানিক, বেলাল হোসেন জুয়েল, কাজী মো. ইউনুছ, ইউছুফ আলী মিঠু, মুছা কালিমুল্লাহ, মো. আমানত উল্লাহ, মোখলেছুর রহমান ধনু, শাহরিয়ার কামাল, মো. নাছির উদ্দিন ও এ এহছান রিয়াজ প্রমুখ।