
ডেস্ক রিপোর্ট:
মুন্সিগঞ্জ শ্রীনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার বাইপাস এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়। আটকরা হলেন রাসেল হাওলাদার (২৯) ও সুজন শেখ (২৮)। উভয়ের বাড়ি উপজেলা পূর্ব বাঘড়া গ্রামে। এ সময় তাদের ব্যবহৃত ১৬০ সিসির টিভিএস এপারস মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত রাসেলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে। সুজন শেখের বিরুদ্ধে মামলা রয়েছে তিনটি। এ ঘটনায়ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।