রাজশাহীর বাগমারায় হাটগাঙ্গোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ/২০২৪) বেলা একটার সময় হাটগাঙ্গোপাড়া তেঁতুল তলায় অবস্থিত শিমুল এ্যান্ড সিহাব বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই এ্যাক্ট ২০১৮ এর ১৫/১ মোতাবেক ২৭ ধারায় লাইসেন্স না থাকায় পঁচিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। ফ্যাক্টরির মালিক রুহিয়া গ্রামের সেলিম রেজা উপস্থিত ছিলেন না।
অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এ সময় বিএসটিআই রাজশাহী ফিল্ড অফিসার হাসিবুল হাসান, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবরে হাটগাঙ্গোপাড়া এলকার বিশেষ করে ঔষধ এবং খাদ্যের দোকান বন্ধ করে চম্পট দেয় দোকানিরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।