
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (০৫ মার্চ ) বিকালে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো.খাইরুল আলম।
তিনি জানান,গোপন সংবাদের প্রেক্ষিতে জানিতে পারেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে সাফকো সিএনজি পাম্পের সামনে একজন মাদক ব্যাবসায়ী মাদক দ্রব্য গাজা নিয়া টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে অপেক্ষা মান যাত্রী আসামী মো.সাইফুল ইসলাম (৩০)পিতা-মো. আব্দুল আজিজ মন্ডল,মাতা- মোসা. জাহানার বেগম,গ্রাম-নরদহি চরপাড়া,থানা-কালিহাতি,জেলা-টাঙ্গাইল,কষ্টটেপ ও পলিথীন দ্বারা পেট ও পিঠের সাথে বাধা অবস্থায় এক কেজি মোট ০১(এক)কেজি মাদক দ্রব্য গাঁজা মুল্য,আনুমান( ০১×৩০০০০/-)= ৩০০০০/-টাকা উদ্ধার পুর্বক উপস্হিত স্বাক্ষীদের সামনে ১৪.১০ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে সরাইল থানায় মামলা প্রক্রিয়াধীন।
হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান আব্যাহত থাকবে।
ডিআই/এসকে