
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ প্রহরব্যাপী শ্রীশ্রী রামঠাকুর সার্বজনীন নাম মহালয়যঞ্জ পরিদর্শন করলেন কেন্ত্রীয় যুবদল নেতা তরুন দে।
আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের স্বর্গীয় সূর্য্য কুমার দ্স চৌধুরীর বাড়ির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ২০ প্রহরব্যাপী আয়োজিত নাম মহালয়যঞ্জ অনুষ্ঠানটি গতকাল সোমবার(০৫ মার্চ) রাতে পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক তরুন দে।
এ সময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, কামল মেম্বার(ভারপ্রাপ্ত চেয়ারম্যান),লালপুর ইউনিয়ন পরিষদ,আশুগঞ্জ উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট মুসা মিয়া,আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক-১ আবু-আবদুল্লাহ,আশুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোখলেছ মিয়া,আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আরাফাত( রাফি),লালপুর ইউপি বি,এন,পি সিনিয়র সহ-সভাপতি জুরু মিয়া,লালপুর ইউপি বি,এন,পি সিনিয়র সহ-সভাপতি সোলাইমান, লালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুর,কাউসার,রাহিম ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।শ্রী সুহাস দাস চৌধুরীর নেতৃত্বে যৌথভাবে অনুষ্ঠিত উক্ত নাম মহালয়যঞ্জে উপজেলার হাজার হাজার নারী-পুরুষের অংশগ্রহন ছিল চমকপ্রদ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রানবন্ত হয়ে উঠে।নাম মহালয়যঞ্জ নামা পরিদর্শন শেষে উপস্থিত সকলকে নিয়ে অনানুষ্ঠানিকভাবে রাহিমের জন্মদিনের কেক কাটেন। এ সময় নেতাকর্মীরা রাহিমের জন্মদিনের আনন্দে মেতে উঠেন।