প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৩:১৫ অপরাহ্ণ
আত্রাইয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পায়রাবন্দ জনকল্যাণ এর পণ্য বিক্রয়

নওগাঁর আত্রাইয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থা(পিজেকেইউএস)
সেভেন ষ্টোর শপিং মল শাখা অফিসের তত্ত্বাবধানে ৮ পদের খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়েছ ।
মঙ্গলবার (০৫ মার্চ ) সকাল ১১টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বদ্ধ ভুমি চত্বরে পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আব্দুল খালেক বিশা।
ইউনিয়নের উপকার ভোগীদের মধ্যে সুশৃঙ্খলভাবে এ পণ্য বিক্রয় করা হয়।পন্যের মধ্যে রয়েছে ১কেজি প্যাকেট চাউল,১ কেজি ডাল,১ কেজি আটা,১ লিটার সয়াবিন তৈল,৫০০ গ্রাম চিনি,৫০০ গ্রাম সরিষার তৈল,৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ১টি ভীমবার।
কার্ডধারী বান্দাইখাড়া গ্রামের শাহাদাৎ হোসেন জানায়,বাজার দর থেকে পণ্য কিছুটা কম দামে পেয়ে ভালো লাগছে।যেহেতু সব কিছু প্যাকেট জাত।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শাখা ব্যবস্থাপক,মো.আপন,সমন্বয়ক মো.শাহা জামাল, সহ উক্ত সংস্থার প্রতিনিধি বৃন্দ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.