
রাজধানীতে অভিযান চালিয়ে জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। তার নাম মো.ফাহাদ (৩৮)। তিনি ওই চক্রের মূলহোতা বলে জানিয়েছে এলিট ফোর্সটি।
সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০টি ১০০ টাকা মূল্যের জাল রাজস্ব স্ট্যাম্প,একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম।
তিনি জানান,একটি চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাল জুডিশিয়াল স্ট্যাম্প,নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রাজস্ব স্ট্যাম্প প্রতারণামূলকভাবে জনগণের কাছে বিক্রি করে আসছিল। এমন খবরে সোমবার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রটির মূলহোতা মো.ফাহাদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, একটি চক্র অবৈধ জাল জুডিশিয়াল, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল রাজস্ব স্ট্যাম্প রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে তা ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানে বিক্রি করে আসছিল। গ্রেফতার ফাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিআই/এসকে