
ফরিদপুরের নাসিরাবাদ এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ রেজাউল মাতব্বর নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গাঁজাগুলো বিশেষ কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
সোমবার নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
রেজাউল মাতব্বরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের ভাঙ্গা উপজেলার গজারিয়া গ্রামে। তার বাবার নাম তোতা মাতব্বর।
র্যাব কর্মকর্তা সোহেল জানান, অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল এসব গাঁজা, যা কসটেপ দিয়ে মোড়ানো ছিল। এসব গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতার রেজাউল কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করত। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে