
মিরসরাইয়ের সামাজিক, ক্রীড়া ও শিক্ষা বান্ধব সংগঠন সুপ্ত প্রতিভা কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর কমিটি গঠন করা হয়েছে। আবুল কালাম আজাদকে সভাপতি ও শাহারিয়ার হোসেন ইমন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। রবিবার (৩ রা মার্চ ) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আল শাহরিয়ার হাসান সোহান ও মিরাজ উদ্দিন মিশন, সংগঠনের আহ্বায়ক নুর নবী শুভ, যুগ্ম আহ্বায়ক হৃদয় কুমার দে ও অমিয় চৌধুরী স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন রাতিব, ইসরাত সাবরিন তামান্না, সাকিব হোসেন হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক কাজী শহীদুল ইসলাম, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান আল মাহেদী, অর্থ সম্পাদক রইচ উদ্দিন ফাহিম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ উদ্দিন জিহাদ, প্রচার সম্পাদক রাকিব হোসেন তুহিন, সমাজ কল্যান সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক খালেদ মাসুম সিয়াম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরাফাত চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আবির আল তাসনিম ইভান, শিক্ষা ও বৃত্তি সম্পাদক মেহেরাজ হোসেন অপি, সহ-পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আফজাল চৌধুরী শিহাব, সহ-প্রচার সম্পাদক আবু মেহরাজ নাঈম, কার্যনির্বাহী সদস্য নাহিদুল হাসান রবিন, শেখ ফরিদ।
সুপ্ত প্রতিভা’র গঠিত কমিটির সাধারণ সম্পাদক
শাহারিয়ার হোসেন ইমন জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি মাত্র ১৮ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে ক্রমান্বয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এটা বিস্তার লাভ করায় বর্তমানে উক্ত সংগঠনে ৩শত ৭০ জন সদস্য এবং সুপ্ত প্রতিভার ফেসবুক গ্রুপের মধ্যে প্রায় ৩ হাজার সদস্য যুক্ত রয়েছে।
তিনি কার্যকরী কমিটির সকল সদস্যদের নিয়ে ক্লাবের সার্বিক উন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং সেই সাথে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।