ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়াঁ। সোমবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশ ক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর আগে ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়াঁ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন।
প্রজ্ঞাপনে অধ্যাপক বদরুজ্জামানকে পাঁচটি শর্তে চার বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
শর্তগুলো হল : যোগদানের তারিখ থেকে চার বছর তিনি উপাচার্য পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সকল সুবিধা ভোগ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ২০২২ সালের ১৯ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেন। গত ৮ নভেম্বর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া একজন কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. জুয়েল মৃধা জানিয়েছেন, উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা এসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।