ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

দুমকি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার- প্রচারণায় ব্যাস্ত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, উপজেলা পরিষদ র্নিবাচনকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজ। সাম্ভাব্য চেয়ারম্যান র্প্রাথীরা ইতিমধ্যে নানা কৌশল অবলম্বন করে নিজের র্প্রাথীতার জানান দিচ্ছেন। বিভিন্ন সভা, সমাবেশ, র্কমী সভা, তৃণমূল র্পযায়ের নেতার্কমীদের সাথে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত, মসজিদ, মন্দির, মাহফিল ও র্ধমীয় অনুষ্ঠানে যোগদান, র্কমী-সর্মথকদের নিয়ে জাতীর পিতার মাজার জিয়ারত, হাটবাজার গুরুত্বর্পূণ জনবহুল এলাকায় জনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন, উঠান বৈঠক ও দোয়া চাওয়ায় সরগরম হয়ে উঠেছে র্সবত্র। এছাড়াও রাজনৈতিক মহলে ব্যাপক লবিং গ্রুপিং চলছে পুরোদমে। উপজেলার আনাচে কানাছে হোটেল কিংবা চায়ের দোকানে হরহামেশা র্নিবাচনী সম্ভাব্য র্প্রাথীদের নিয়ে চলছে ভোটের হিসাব নিকাশ। তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সম্ভাব্য আগামী ১৮ মে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদর্প্রাথী হিসেবে দুমকী উপজেলায় যাদের নাম শোনা যাচ্ছে এবং নিজের র্প্রাথীতার জানান দিচ্ছেন তারা হলেন, র্বতমান চেয়ারম্যান ড.
হারুন-অর- রশীদ হাওলাদার। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশে নিজের র্প্রাথীতার জানান দিচ্ছেন। সাবেক
চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার। তিনি এলাকায় ইতিমধ্যে নিজের র্প্রাথীতা ও সর্মথন চেয়ে দোয়া র্প্রাথনা করছেন এবং হাট বাজার, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক? অঙ্গনে সর্মথনের চেষ্টা অব্যাহত রেখেছেন। মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার। তিনিও নিজের র্প্রাথীতার ইচ্ছা প্রকাশ করেছেন। আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম র্মতুজার সাথে যোগাযোগ করা হলে তিনিও উপজেলা পরিষদ র্নিবাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সভাপতি, এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। তিনি বিভিন্ন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান পাড়ায় মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ঢাকাস্হ দুমকী উপজেলা জনকল্যাণ
সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি, দুমকী উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সুপ্রীম র্কোটের আইনজীবী এ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তিনি বিভিন্ন
সামাজিক অনুষ্ঠান, শুশীল মহলে নিজের র্প্রাথীতার জানান দিচ্ছেন। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. হুমায়ূন কবির বাদশা। তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন
হাটবাজারে, পাড়ায় মহল্লায় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও দোয়া র্প্রাথনা করছেন। ইউরোপের দেশ মাল্টা আওয়ামী লীগের সভাপতি, হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কাওসার আমিন হাওলাদার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মিডিয়া, র্ধমীয় অনুষ্ঠান ও এলাকায় উঠান বৈঠকে নিজের র্প্রাথীতার ব্যাপারে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসিমা বেগমের পারিবারিক সূত্রে জানা যায় তিনিও আসন্ন উপজেলা পরিষদ র্নিবাচনে চেয়ারম্যান পদর্প্রাথী হিসেবে ভোটের মাঠে লড়বেন।তবে আসন্ন দুমকী উপজেলা পরিষদ র্নিবাচনে শেষ র্পযায়ে কত জন র্প্রাথী চূড়ান্ত লড়াইয়ে অবর্তীণ হন তা নিয়ে রাজনৈতিক ও শুশীল মহলে চলছে নানা হিসাব নিকাশ।

শেয়ার করুনঃ