
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বজনপ্রীতি ও নিয়ম বহির্ঃভুত নিয়োগে প্রশ্নবিদ্ধ প্রশাসন। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, র্কমর্কতা ও র্কমচারী নিয়োগে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২২ এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে র্কমর্কতা ও র্কমচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও গত ২ ডিসেম্বর ২০২৩ এর রিজেন্ট র্বোডে র্সবমোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে সেকশন অফিসার পদে ৩ জনের পরির্বতে ৬ জন, ল্যাব এটেন্ডেন্ট পদে ৬ জনের পরির্বতে ৯ জন এবং অফিস সহায়ক পদে ৫ জনের পরির্বতে ১১ জন নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের র্অগানোগ্রাম তথা জনবল কাঠামোর বাহিরে গিয়ে অনুমোদনহীন পদে নিয়োগ দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে
প্রশ্ন করেছেন ক্যাম্পাসের ভিতর এবং বাহিরের লোকজন বিশ্ববিদ্যালয়ের র্অগানোগ্রামে র্সবমোট ৩০ জন সেকশন অফিসার থাকার কথা থাকলেও র্বতমানে সেখানে ৪৪