
ডেস্ক রিপোর্ট :
গোপালগঞ্জ সদর উপজেলার মালি বাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্দু সেবাশ্রমের নারী পুরোহিত হাসিলতা বিশ্বাস (৭০) কে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’। বিবৃতিতে দুস্কৃতিকারীদের দ্রুত শাস্তির দাবিও জানানো হয়েছে।
আজ সোমবার ৪ঠা মার্চ সংগঠনটির সভাপতি অধ্যাপক ড, সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যুক্ত বিবৃতিতে এই বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী গত ২ মার্চ দিবাগত রাতে, গোপালগঞ্জ সদর উপজেলার মালি বাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্দু সেবাশ্রমের পুরোহিত হাসিলতা বিশ্বাস (৭০)কে শ্বাসরোধ করে হত্যা ও মন্দিরের প্রনামী, স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুটপাটের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের বয়স্ক একজন পুরোহিতকে হত্যা ও লুটের সংবাদে আমরা মর্মাহত, এটি ধর্মীয় বিশ্বাসের উপর আঘাতের পাশাপাশি জাতীয় জীবনে একটি বড়ো ধরনের বিপর্যয় বলে আমাদের বিবেচিত হচ্ছে। আমরা শোকাভিভূত, আমরা এই জঘন্যতম হত্যা ও লুটের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবী জানাই, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে লোম হর্ষক ঘটনার তদন্ত চলছে, আমরা আশাবাদী হতে চাই দ্রুততম সময়ে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা হবে এবং হত্যার রহস্য উদঘাটন হবে।