
রাজধানীর নীলক্ষেতে আইসিএমএ ভবনে ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ (সোমবার) দুপুর ২:৩০ ঘটিকা হতে জানুয়ারি-জুন,২০২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইসিএমএবি এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ।
কুইজ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দেশের স্বনামধন্য পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে আইসিএমএবি-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ,এফসিএমএ নতুন শিক্ষার্থীদের পেশাগত জীবনে সমৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট মো.আখতারুজ্জামান এফসিএমএ, সেক্রেটারি এস.এম.জহির উদ্দিন হায়দার এফসিএমএ ও ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে