প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ
জেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগিতায় সেরা নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলের ওয়াজিফা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর পার্বত্য বান্দরবান জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মালিহা বুশরা ওয়াজিফা।
৩ মার্চ (রোববার) বান্দরবান সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান প্রমুখ। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়া মালিহা বুশরা ওয়াজিফার বাবা মোহাম্মদ মুফিদুল আলম ওয়াহিদ সৌদিয়া পরিবহনের কক্সবাজার শাখার সিনিয়র কর্মকর্তা। মা বেনজির রশিদ রামুর মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
তাঁরা অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন- 'সফলতাকে সঙ্গী করে এভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন ওয়াজিফা।’ সকলের কাছে সন্তানের জন্য তাঁরা দোয়া চেয়েছেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.