
ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সালথা উপজেলায় কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (৩ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। তাদের সবার বাড়ি সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ ডিসেম্বর সালথা উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদারের রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলি খেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নওয়াব আলী মৃধা জানান, সাক্ষী ও শুনানি শেষে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।