
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছদ্মবেশে থাকা ৮৪ বছরের সাজাপ্রাপ্ত মো. জসিম (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
মো. জসিম (৩০) হাতিয়ার মাইজছড়া ইউনিয়নের মৃত হাশেম ভান্ডারির ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছদ্মবেশে থাকা গ্রেপ্তারকৃত আসামি জসিম পেশায় একজন জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী। নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ এবং ভোলা জেলার মনপুরায় জেলেদের অস্ত্রধারী বাহিনী দ্বারা অপহরণ করতেন। মুক্তিপণ না দিলে নির্যাতন করে মেরে ফেলতেন। জসিম জলদস্যু বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস করতো না। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। র্যাবের গোয়েন্দা চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৮৪ বছরের সাজা ও থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।