
রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গত শনিবার ( ২ মার্চ) সন্ধ্যায় মগবাজার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।
গ্রেফতারকৃত নারী হলো, শারমিন আক্তার সুমি ওরফে সুখি। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রবিবার (৩ মার্চ) দুপুরে এসব তথ্য জানান গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু।
তিনি জানান, শনিবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কয়েকজন ব্যক্তি গাঁজাসহ মগবাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সুমিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সুমি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।
ডিআই/এসকে