ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বারইয়ারহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মিরসরাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (২ রা মার্চ) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই সওদাগরের সভাপতিত্বে এবং কদমতলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মোজাম্মেল হোসেন ও স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দীন মাসুক, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ মাজহারুল আনোয়ার চৌধুরী, ইকবাল হোসেন সেলিম, আজম খান প্রমুখ।

ক্রীড়া, সাংস্কৃতিক, গজল, ইসলামি সঙ্গীত সব মিল মোট ২৮ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যৌথভাবে সেরা প্রতিযোগী নির্বাচিত হয় ৫ম শ্রেণির শিক্ষার্থী আসফিয়া জেরিন ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী দিব্যজ্যোতি দে।

এসময় স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অনির্বাণ যুব ক্লাবের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি লাভ করায় এবং সেরা কৃতি শিক্ষার্থী ২য় শ্রেণির জেনিফা জাহান এবং বর্ষসেরা শিক্ষার্থী যৌথভাবে সাদিয়া সুলতানা যুথি এবং নুসরাত জাহান জেনি’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য সহ বিশেষ ভূমিকা পালন করায় ৩১ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এর আগে সকাল নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই সওদাগর।

বারইয়ারহাট আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ ফারুক হোসেন জানান, উক্ত শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫ সালের ১ লা জানুয়ারি ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে জাতীয় দিবস পালন, বিভিন্ন সংস্থার মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের শিক্ষা সফর সহ সকল প্রকার কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে এবং ক্রমান্বয়ে নবম এবং দশম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালু রাখার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৮ জন মহিলা শিক্ষিকা ও ৭জন শিক্ষক সহ ১৫ জন দায়িত্ব পালন করতেছে এবং চলমান ৮ম শ্রেণি পর্যন্ত মোট ১৭৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ